গাইবান্ধা ঃ
সুন্দরগঞ্জ থানাধীন ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া গ্রামে মোঃ চান মিয়া (৪০) পিং মৃত সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে গোপনে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তার নিজ বাড়িতে জুয়া খেলার আসর বসায়। এতে গ্রামের হতদরিদ্র লোকজন, রিকশাচালক, ভ্যানচালক ও দিনমজুর জুয়া খেলার নেশায় আসক্ত হয়। তাদের উপার্জিত অর্থ, সর্বস্ব হারাতে থাকে। ফলে এলাকায় পারিবারিক অশান্তি, সামাজিক অনাচার, চুরি ও ছিনতাই বেড়ে গেলে স্থানীয় সাধারণ জনগণ পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে। ফলে উক্ত এলাকায় শুরু হয় গোয়েন্দা নজরদারি। ইং ২০-১২-২০২০ তারিখ রাত ০০.১৫ ঘটিকার সময় ডিবি পুলিশের চৌকস পুলিশ অফিসার এস আই গাফফার হোসেন সঙ্গীয় ফোর্সসহ জুয়ারু চানমিয়ার বাড়ি তল্লাশি করে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরঞ্জামাদি সহ জুয়ারু (১) মোঃ চান মিয়া (৪০) পিং মৃত সিরাজুল ইসলাম (২) মোঃ জাহিদুল ইসলাম (৫২) পিং মৃত নাসির উদ্দিন (৩) মোঃ মিটন মিয়া (৪২) মৃত রমিজ উল্লাহ সরকার (৪) মোঃ জিল্লুর রহমান (৫০) পিং মৃত বিরাজ উদ্দিন সর্ব সাং হাতিয়া পশ্চিমপাড়া থানা সুন্দরগঞ্জ (৫) মোঃ বাবলু মিয়া (৩৫) পিং মোঃ আব্দুল হান্নান সাং পূর্ব খামার দশলিয়া থানা সাদুল্লাপুর সকলের জেলা গাইবান্ধা দের আটক করে। তাদের আটক হওয়ার সংবাদে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে এবং গ্রামের অসহায় মানুষ সামাজিক অনাচার হতে মুক্তি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ডিবি পুলিশের তাৎক্ষণিক অভিযানে এলাকাবাসী গাইবান্ধা পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানান। আটক জুয়ারুদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানার মামলা নং ২৪ তারিখ ২০-১১-২০২০ ইং ধারা ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইন এর ৩/৪ ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Real time news update
More Stories
শৈলকুপায় তিন নাম্বার ইট দিয়ে রাস্তা নির্মান, দেখবে কে?
পীরগঞ্জে ভোগ দখলকৃত বসতবাড়ী নির্মাণ কাজে প্রতিপক্ষের বাঁধা
ঠাকুরগাঁওয়ে ৩৪ বোতল ফেন্সিডিল সহ মা ছেলে গ্রেফতার।