গাইবান্ধায় মাদক রাখার দায়ে রবিদাস নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক।
মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রবিদাসের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার চণ্ডীহার গ্রামে।
২০১৮ সালের ৪ নভেম্বর গাইবান্ধার পলাশবাড়ির রংপুর-বগুড়া মহাসড়কে একটি বাস থেকে রবিদাসকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তার শরীরে তল্লাশি চালিয়ে ৪৩০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
এ ঘটনায় পরদিন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে পলাশবাড়ি থানায় মামলা করেন ডিবি পুলিশের এসআই সাজু মিয়া। তদন্তে জানা যায়, তিনি মাদক ব্যবসায়ী।
পিপি ফারুক জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার দুপুরে বিচারক মৃত্যুদণ্ডের আদেশ দেন। এ ছাড়া তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
More Stories
হেফাজত নেতা মামুনুল ৭ দিনের রিমান্ডে
ঝিনাইদহে নবগঙ্গা নদী থেকে অবৈধ ভাবে মাটি খননে বাধা দেয়ায় ভুমি কর্মকর্তাকে মারধর, আ’লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
সাংবাদিক সুমনের উপর হামলা: দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর !