April 13, 2021

Jagobahe24.com news portal

Real time news update

ঠাকুরগাঁওয়ে আ’লীগ অফিসে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা

ঠাকুরগাঁওয়ে আ’লীগ অফিসে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা

ঠাকুরগাঁওয়ে আ’লীগ অফিসে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা

জে, ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি\ ঠাকুরগাঁওয়ে পৌর নির্বাচনকে কেন্দ্র করে জেলা আ’লীগ অফিসে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পৌর আ’লীগের সভাপতি ও পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইকরামুল হক ইকরাম বাদি হয়ে অজ্ঞাত নামা আসামী করে সদর থানায় মামলা করা হয়। পুলিশ জানায়, আ’লীগ অফিসে বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযোগ পেলে সদর থানায় একটি মামলা দায়ের হয়। আগামী ১৪ ফেব্রুয়ারী একটি সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচন যেন হয় সে লক্ষেই প্রশাসন তৎপর রয়েছে। কেউ যদি বিশৃংখলার সৃস্টি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, পৌর নির্বাচনকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আ’লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দূর্বত্তরা। পরে তাৎক্ষনিকভাবে জেলা আ’লীগের নেতাকর্মীরা শহরের একটি বিক্ষোভ মিছিল ও কার্যালয়ের সামনে সমাবেশ করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, জেলা আ’লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগে ভিত্তিতে মামলা হয়েছে। এর সাথে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।