গাইবান্ধা ঃ দেশে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি রোধে দ্বিতীয় ধাপে সরকারি বিধি ও নির্দেশনানুযায়ী মুখে মাস্ক পরিধান, নিষিদ্ধ দোকানপাট খোলা রাখায় গাইবান্ধার পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক ১ হাজার ৮’শ টাকা জরিমানা আদায় করেছে।
সোমবার ৫ এপ্রিল বিকেলে পৌরশহরের স্থানীয় জিরো পয়েন্ট চৌমাথা মোড় এলাকাসহ শহরের অন্যত্র উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান নয়ন-এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ টীমের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় মাস্ক পরিধান ব্যতিত বাহিরে ঘোরাফেরাসহ হোটেলসহ নিষিদ্ধ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে পরিচালনার অপরাধে এ জরিমানা আদায় করা হয়। করোনা ভাইরাস সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। লকডাউনে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালীন সবাইকে মাস্ক পরিধানসহ সরকারি স্বাস্থবিধি নিশ্চিত করার আহবান জানানো হয়। এসময় নিজে মাস্ক পড়ুন এবং অন্যদের স্বতঃস্ফুর্ত সহযোগিতা করুন। আর সার্বজনীন জনস্বার্থে এটাই হোক আমাদের নিত্যদিনের অঙ্গিকার।
Real time news update
More Stories
হেফাজত নেতা মামুনুল ৭ দিনের রিমান্ডে
ঝিনাইদহে নবগঙ্গা নদী থেকে অবৈধ ভাবে মাটি খননে বাধা দেয়ায় ভুমি কর্মকর্তাকে মারধর, আ’লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
সাংবাদিক সুমনের উপর হামলা: দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর !