জে, ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সেনাবািহনীতে চাকুরি দেয়ার অভিযোগে অর্থ আত্মসাত করায় ঠাকুরগাঁওয়ে তিনজন আটক করেছে পুলিশ। গত শনিবার বিকেলে হরিপুর উপজেলার রুহিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানান, হরিপুর ও রাণীশংকৈল উপজেলার নাহিদ হোসেন, মিজানুর রহমান, মাইনুল ইসলাম রুহিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে মামুন হককে আট লাখ টাকা চুক্তিতে সেনাবাহিনীতে চাকুরি দেয়ার কথা বলে ইতোমধ্যে ১ লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে মামুনের বাবা প্রতারনার ফাঁদে পরেছে এমন ভুল বুঝতে পারে। পরে আজ আবারো প্রতারকরা বাকি টাকা নেয়ার জন্য তার বাসায় হাজির হয়। সেই সাথে চাকুরির একটি ভুয়া কাগজ ধারিয়ে দেয়। মামুনের বাবা স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের ডেকে কাগজ যাচাই করলে সেটি ভুয়া বলে প্রমানিত হয়। পরে তাদের আটক করে হরিপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে হরিপুর থানার ওসি এসএম আওরাঙ্গ জেব জানান, তিন জনেই প্রতারক চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রতারক চক্ররের হাত থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
Real time news update
More Stories
শিশুবক্তা রফিকুল ইসরাম মাদানী আটক
পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ১ হাজার ৮’শ টাকা জরিমানা আদায়
গাইবান্ধায় শিশু হত্যায় ৫ জনের আমৃত্যু কারাদনন্ড