খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ঃ ‘হাল বয়া যায় হালুয়া ভাই’ এখন আর এই গানও শোনা যায় না, গরুর হালও চোখে পড়ে না। দিনাজপুরের বীরগঞ্জে এক প্রকার হারিয়ে গিয়েছে গ্রামের ঐতিহ্য গরুর হাল। একসময় কৃষকেরা সকাল থেকে দুপুর পর্যন্ত গরুর হাল দিয়েই জমি চাষ আবাদ করে আসছিল কিন্তুু এখন আধুনিক প্রযু্িক্তর কাছে হারিয়ে গেছে এক সময়ে কৃষকের জমি চাষ আবাদের একমাত্র সম্বল গরুর হাল। হয়তো কিছু দিনের মধ্যে আর চোখেই পড়বে না এই গরুর হাল। বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের কৃষক জয়নাল আবেদীন এখনোও ধরে রেখেছে প্রাচীন ঐতিহ্য গরুর হাল। তার সঙ্গে কথা বললে, সে জানায় আমার ৪ বিঘা আবাদী জমি রয়েছে আর আছে ১টি গরুর হাল। এই গরুর হাল দিয়ে দীর্ঘ দিন যাবৎ জমি চাষাবাদ করিয়া আসছি। সে আরও জানায় কাঠের লাঙ্গল দিয়ে জমি চাষ করার মজায় আলাদা কারন গরুর হাল দিয়ে জমি চাষ করে পানি নিয়ে মই দিলেই জমির উচু নীচু মাটি সহজেই সমান হয়ে যায়, তাই এখনো আমি গরুর হাল দিয়েই চাষা-বাদ করে আসিতেছি।
Real time news update
More Stories
হরিনাকুন্ডুর কাদিখালী পুর্বপাড়া গ্রামে ঐতিহ্যবাহী সাধুসঙ্গ উৎসব অনুষ্ঠিত
বীরগঞ্জে বিলীনের পথে মৃৎশিল্প
দিনাজপুরের ঐতিহাসিক নয়াবাদ মসজিদ