পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে আবারও জনপ্রিয় হচ্ছে কুল চাষ এই শিরোনামে অনলাইন বজ্রকথা ও জাগো বাহে ২৪.কম এ গত ২৮ ডিসেম্বর সোমবার সংবাদ প্রকাশের পর রওশনপুর গ্রামের কৃষক মোঃ শাহজাহান আলীর কুল বাগান পরিদর্শন করলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান। সরেজমিন দেখা যায় মিঠিপুর ইউনিয়নের দক্ষিণ রওশনপুর গ্রামে গিয়ে দেখা গেছে, ওই গ্রামের কৃষক মোঃ শাহজাহান আলী (৬৩) এক একর জমিতে কুল চাষ করেছেন। জমিতে কুলগাছে ব্যাপক ফল ধরেছে। ক্ষেতে পাখির আক্রমন দেখা দেওয়ায় পুরো জমি জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। কুলচাষি শাহজাহান আলীর সাথে কথা হলে তিনি বলেন, ফলচাষ লাভজনক হওয়ায় এবং পুষ্টির চাহিদা পূরনের লক্ষ্যে তিনি গতানুগতিক তরিতরকারীর আবাদ ছেড়ে দিয়ে ফল চাষে মন দিয়েছেন। তিনি জানিয়েছেন,তার ক্ষেতে টেষ্ট কুল,কাশ্মিরী কুল ও সামান্য কিছু বাউকুল রয়েছে। তিনি আরো জানান, কুল ছাড়াও তার ক্ষেতে থাই -৩ এবং থাই -৭ জাতের পেয়ারা, বেশ কিছু আম ও লিচুর গাছ রয়েছে। কৃষক শাহজাহান আলীর সাথে কথা বলে জানা গেছে কুল চাষে তার ব্যয় হয়েছে ৭০ হাজার টাকা। আবহাওয়া অনুকুলে থাকলে ২ লাখ টাকার ফল বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। পীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার সাদেকুজ্জামান বাগান পরিদর্শন করে জানান, মোঃ শাহজাহান আলী একজন সফল চাষী। এই জাতের কুল আকারে বেশ বড়, সুস্বাদু এবং চাষে লাভজনক। বেকার ও শিক্ষিত যুবকরা কুল চাষে এগিয়ে এলে একদিকে বেকারত্ব দূর হবে, অপরদিকে উপজেলার অর্থনৈতিক সমৃদ্ধিও তরান্বিত হবে। তিনি কুল চাষে আগ্রহীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
Real time news update
More Stories
বীরগঞ্জে অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান এর উদ্বোধন
রাজারহাটে কৃষিযন্ত্র ও আউশ উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ
বীরগঞ্জে কৃষি যন্ত্র ও বিনামূল্যে সার বিতরণ