বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:-কৃষি আবাদ বৃদ্ধির লক্ষ্যেদিনাজপুরের বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ, বালাইনাশক, রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।শুক্রবার বেলাএগারোটায় উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামে ২০২০-২০২১ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কমর্সূচীর ব্লক প্রদর্শনী ৫০ একক জমিতে বোরো ধানের সমালয়ে চাষাবাদে কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ, বালাইনাশক, রাসায়নিক সার প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু রেজা মোঃ আসাদুরজ্জামান, সুজালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে, সমালয়ে চাষাবাদে একক প্রতি বীজ ৬ কেজি, এমিষ্টারটপ ২০০মেলি, থিওভিট ১কেজি, ইউরিয়া ১০০ কেজি, ডিএপি ৪৫ কেজি, এমওপি ৫০ কেজি, জিপসাম ৪৫ কেজি ও দস্তা ৪ কেজি উপকরণ বিতরণ করা হয়।
Real time news update
More Stories
পীরগঞ্জে কৃষি যন্ত্র ও বিনামূল্যে সার বিতরণ
বীরগঞ্জে অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান এর উদ্বোধন
রাজারহাটে কৃষিযন্ত্র ও আউশ উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ