জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় গত ১৫ দিন আগে ১ মণ ফুলকপি বিক্রি করত ২৫ থেকে ২৮ শ টাকা দরে । বতর্মানে ফুলকপি প্রতি মণে বিক্রি হচ্ছে ৫ থেকে ৬ টাকা দরে। গত ১৫ দিনে ১ মণ ফুলকপিতে ২ টাকা দর কমেছে। এতে ফুলকপি চাষীরা ফুলকপি চাষ করে লাভের পরিমাণ কমেছে।
কাঠালডাঙ্গীবাজারের ২৩ শে নভেম্বর সকালে ব্যবসায়ীদের কাছে ফুলকপি চাষীরা ফুলকপি বিক্রি করার সময় তাদের সাথে কথা বলে জানা যায়, গত ১৫ থেকে ১৮ দিন আগে ১মণ ফুলকপি বিক্রি হতো ২৫ থেকে ২৮শ টাকা দরে কিন্ত বর্তমানে ১ মণ ফুলকপি বিক্রি হচ্ছে ৫শ থেকে ৬শ টাকা দরে।
সামনের দিনগুলোতে আরো দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে এমনটা আশা করেছেন এই অঞ্চলের ফুলকপি চাষীরা।
ফারুক হোসেন নামে এক ফুলকপি ব্যবসায়ী জানান, দিন যতো যাচ্ছে ফুরকপির দাম তত কম হবে। এখন আগের চেয়ে অনেক ফুলকপি বাজারে পাওয়া যাচ্ছে তাই বর্তমানে ফুলকপির দাম কমে গেছে।
এবিষয়ে হরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা নঈমুল হুদা সরকার বলেন, দিন দিন ফুলকপির আমদানি বেশি পরিমাণে হওয়ার কারণে ফুরকপির দাম কমে গেছে। তবে যখন ফুলকপির আমদানি কমে যাবে তখন আবারও দাম বেশি হবে।
চলিত ফুলকপি মৌসুমে এই উপজেলায় ফুরকপি চাষ করা হয়েছে ১৭০ থেকে ২০০ হেক্টর।
Real time news update
More Stories
বীরগঞ্জে অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান এর উদ্বোধন
রাজারহাটে কৃষিযন্ত্র ও আউশ উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ
বীরগঞ্জে কৃষি যন্ত্র ও বিনামূল্যে সার বিতরণ