July 26, 2021

Jagobahe24.com news portal

Real time news update

পীরগঞ্জে হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

পীরগঞ্জে হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

পীরগঞ্জে হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: পীরগঞ্জে গ্রাম বাংলার প্রাচীনতম ঐতিহ্য ও জাতীয় হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার সদর ইউপির কলাবাগান নামক স্থানে দু’প্রতিবেশী গ্রাম- বারাইপাড়া বনাম গোবর্দ্ধানপুর গ্রামের মধ্যে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় বারাইপাড়া ও গোবর্দ্ধানপুর গ্রামের যুবসমাজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওই খোলার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশিষ্ট ক্রীড়া প্রেমিক , ব্যবসায়িক ও সমাজ সেবক হৃদয়িক মানুষ জাহিদুল ইসলাম রুবেল । পীরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম ময়না মাস্টার প্রতিযোগিতার উদ্বোধন করেন। হাজী বয়েন উদ্দীন পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাজাদা প্রধানের সভাপতিত্বে শিক্ষক আমিনুল ইসলাম রাজু মাস্টার, ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি, মোস্তাফিজুর রহমান রুবেল এতে অতিথি ছিলেন। খেলায় গোবর্দ্ধানপুর গ্রাম একাদশ ৩৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও বারাইপাড়া একাদশ ২৮ পয়েন্ট পয়ে রানার্সআপ হয়। শেষে বিজয়ী চ্যাম্পিয়ন দলকে লাল রঙ্গের ও রানার্সআপ দলকে কালা রঙ্গেও খাসি পুরস্কার দেয়া হয়।