May 17, 2021

Jagobahe24.com news portal

Real time news update

বিশ্বরেকর্ড করলেন তামিম

বিশ্বরেকর্ড করলেন তামিম

বিশ্বরেকর্ড করলেন তামিম

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ফিফটি হাঁকিয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল। ওয়ানডে মেজাজে ফিফটি করার পথে বিশ্বরেকর্ড গড়েছেন এই ওপেনার। নতুন কীর্তি তৈরির পথে ভেঙেছেন ১৩১ বছর আগের এক রেকর্ড।

দ্বিতীয় ইনিংসে মাঠে নেমে শুরু থেকেই দ্রুত গতিতে রান তুলতে থাকেন তামিম। কিন্তু অপরপ্রান্তের সতীর্থরা ছিলেন একদম নিষ্প্রভ। ওপেনিংয়ে তামিমের সঙ্গে নামা সাইফ হাসান বিদায় নেন মাত্র ১ রানে।

প্রথম ইনিংসে ১৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত রানের খাতা খোলার আগেই বোল্ড হন। ওদিকে অধিনায়ক মুমিনুল হক যখন ‘১’ রান থেকেই নড়তে পারছিলেন না, ততক্ষণে অর্ধশতক হাঁকিয়ে বসেন তামিম।

বাংলাদেশের দলীয় রান যখন ৫২, সে সময় তামিম ফিফটি করেন। মাত্র ৫৬ বলে ক্যারিয়ারের ৩০তম ফিফটি হাঁকান দেশসেরা ওপেনার। অর্ধশতকের পথে ৭টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। সে সময় দলের বাকি দুই রানের ১ রান ছিল সাইফের, বাকি ১ রান মুমিনুলের।

দলের অর্ধশতক পার করা ও ব্যাটসম্যানের অর্ধশতক হাঁকানোর সময় রানের ব্যবধানে সবচেয়ে কম রেকর্ড এটাই। এই রেকর্ড এত বছর ধরে যৌথভাবে প্রয়াত অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জন জেমস লায়ন্স ও ক্রিস গেইলের দখলে ছিল। 

১৮৯০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার দলীয় রান যখন ৫৫ ছিল, তখন অর্ধশতক হাঁকিয়েছিলেন লায়ন্স। ২০১৪ সালের আগ পর্যন্ত এই রেকর্ডের একক মালিক ছিলেন তিনি। 

এরপর ২০১৪ সালে একই রেকর্ডের পুনারাবৃত্তি করেন ক্রিস গেইল। পোর্ট অব স্পেইনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দলীয় রান যখন ৫৫ সে সময় ফিফটি হাঁকিয়েছিলেন এই ক্যারিবিয়ান ওপেনার।

তবে এখন থেকে নতুন বিশ্বরেকর্ডের একমাত্র মালিক তামিমই।