দেশের ইতিহাসে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৫৯
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১০৫ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৫২ জনের।
এদিন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ছয় হাজার ৪৬৯ জনের দেহে। যা দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল ৫ হাজার ৩৫৮ জন।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ১৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। একদিন শনাক্তের হার ২২.৯৪ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫৩৯ জন করোনা রোগী। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ হাজার ২৩৬ জন। এ নিয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮ লাখ ২৭ হাজার ৪২৬ জন।
More Stories
বঙ্গবন্ধু শিল্পনগরে ৪৬৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
বাঁশখালীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষে নিহত চার
করোনায় দেশে আজও ১০১ জনের মৃত্যু