দেশে করোনা সংক্রমণ বাড়ায় বুধবার (৩১ মার্চ) থেকে সারাদেশে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৪ দিন এ আদেশ বহাল থাকবে।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে, করোনাভাইরাস সংক্রমণ রোধে সোমবার (২৯ মার্চ) ১৮ দফা নির্দেশনা জারি করে সরকার। সেই নির্দেশনায় গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেয়া হয়।
ওইদিন সন্ধ্যায় রাজধানীর মহাখালীর সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এক জরুরি বৈঠকে বসে সড়ক পরিবহন মালিক সমিতি। সেই বৈঠকে ভাড়া বাড়ানোর দাবি জানান সমিতির নেতারা।
চলমান ভাড়ার চেয়ে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএ- এর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশ পেলেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
More Stories
মতিন খসরুর প্রথম জানাজা বৃহস্পতিবার সকালে
আব্দুল মতিন খসরু আর নেই
সারাদেশে আটদিনের সর্বাত্মক লকডাউন