June 24, 2021

Jagobahe24.com news portal

Real time news update

১০ কোটি ডোজ টিকা আসছে ডিসেম্বরের মধ্যে

১০ কোটি ডোজ টিকা আসছে ডিসেম্বরের মধ্যে

চীনের উপহারের পাঁচ লাখ টিকা আসছে ১২ মে

করোনা সংক্রমণ প্রতিরোধে চীনের উপহার ৫ লাখ ডোজ ভ্যাকসিন আগামী ১২ মে ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।

সোমবার কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে এক বৈঠকে তিনি এ তথ্য জানান।

চীনের রাষ্ট্রদূত বলেন, চীনের টিকার চাহিদা অনেক দেশের আছে। তাই বাণিজ্যিকভাবে যেটা বাংলাদেশ পেতে চায়, সেই টিকা পেতে বাংলাদেশের সময় লাগবে। এছাড়া বাংলাদেশ এক সপ্তাহ আগে শুধু সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে।

লি জিমিং বলেন, চীনের উপহারের টিকার জন্য বাংলাদেশকে ৩ ফেব্রুয়ারি প্রস্তাব দিয়েছিলাম। অথচ এই অনুমোদনের জন্য দীর্ঘ তিন মাস অপেক্ষা করতে হয়েছে। বাণিজ্যিকভাবে টিকা পেতে বাংলাদেশ ৩০ এপ্রিল প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ আগেই অনুমতি দিলে চীনের টিকা আগে পেত।

এর আগে চীনের ভ্যাকসিন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, চীনের রাষ্ট্রদূত আমাদের জানিয়েছে, মে দিবসের ছুটি শেষে আগামী ১২ মে তাদের ভ্যাকসিন ঢাকায় আসবে। তার আগে উপহারের ৫ লাখ আসার কথা রয়েছে।