করোনাভাইরাসের টিকার দ্বিতীয় চালান সোমবার (২২ ফেব্রুয়ারি) দেশে এসেছে।
রাত ১১টা ১০ মিনিটে মুম্বাই থেকে স্পাইসজেটের একটি ফ্লাইট ২০ লাখ ডোজ টিকা নিয়ে মুম্বাই থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ কেনা হয়েছে। এরমধ্যে প্রথম ধাপে ৫০ লাখ ডোজ দেশে আসে।
বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও ভারতের সেরাম ইনস্টিটিউটের মধ্যকার চুক্তি অনুযায়ী সরকার সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে তিন কোটি টিকা কিনছে। বেক্সিমকো এই টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। গত ২৫ জানুয়ারি ৫০ লাখ টিকার প্রথম চালান দেশে আসে। এর আগে ভারতের উপহার হিসেবে দেশে ২০ লাখ টিকা আসে।
চলতি বছরের ২৭ জানুয়ারি গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নার্স রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেয়ার মাধ্যমে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
More Stories
ফোর্বস-এর তালিকায় প্রথমবার বাংলাদেশি ৯ তরুণ
খাদ্য উৎপাদন বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে: প্রধানমন্ত্রী
আরো এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন