July 29, 2021

Jagobahe24.com news portal

Real time news update

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৩৯ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৩৯ জনের মৃত্যু

দেশে করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ২১১ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ১২৭২ জন। একদিনের ব্যবধানে করোনায় শনাক্তের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৮২ হাজার১২৯ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গতকাল সোমবার প্রাণঘাতী এ ভাইরাসে দেশে ৩২ জনের মৃত্যু হয়। এছাড়া ৬৯৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।