September 23, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

সব রেকর্ড ভেঙে দেশে একদিনে মৃত্যু ১১২

সব রেকর্ড ভেঙে দেশে একদিনে মৃত্যু ১১২

দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৯৮৭ জনে।

একই সময়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ১৮৫ জনের শরীরে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৩ হাজার ১৭০ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত ৬৯ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।