October 24, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

২৪ ঘণ্টায় বিশ্বে কমেছে সংক্রমণ-মৃত্যু

২৪ ঘণ্টায় বিশ্বে কমেছে সংক্রমণ-মৃত্যু

দেশে ২৪ ঘন্টায় করোনায় আরো ৭৬ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ৭৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮৪৬ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন ৭৬ জনের মৃত্যুতে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০২ জনে। আর মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৬১ হাজার ১৫০ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৯০৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৮৮ হাজার ৩৮৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ২৮টি।

গতকাল ৪ হাজার ৬৩৬ জনের করোনা শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।