January 19, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বীর মুক্তিযোদ্ধা-শহিদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ

বীর মুক্তিযোদ্ধা-শহিদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ

বীর মুক্তিযোদ্ধা-শহিদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ

একাত্তরের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বুদ্ধিজীবীদের প্রথম পর্যায়ের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে এ তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সিনিয়র তথ্য কর্মকর্তা ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রায় ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ প্রকৃত বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়েছে। এছাড়া ১৯১ জন শহিদ বুদ্ধিজীবীর তালিকাও প্রকাশ করা হয়েছে।

এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারে (এমআইএস) যুক্ত হওয়াদের তালিকাই প্রকাশ করা হয়েছে। তবে যাদের নাম শুধু বেসামরিক তালিকায় আছে, তাদের নাম আপাতত প্রকাশ করা হবে না।

এছাড়া জামুকার সুপারিশবিহীন যে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই চলছে, তাদের নামও তালিকায় থাকছে না। 

উল্লেখ্য, বেসামরিক গেজেটে অন্তর্ভুক্ত ৩৯ হাজার ২৪৫ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। এর মধ্যে ১ হাজার ৬৩১ জন বিভিন্ন বাহিনীর।