October 18, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

রাষ্ট্রপতির সঙ্গে লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে লিবিয়ায় নব নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান মঙ্গলবার বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন। 

এসময় লিবিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় বিশেষ উদ্যোগ নিতে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি বলেন, কোনো প্রবাসী যাতে প্রতারিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে একথা জানান। 

রাষ্ট্রপতি হামিদ লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে প্রত্যাবাসনে উদ্যোগ নেয়ার জন্য নির্দেশনা দেন। তিনি লিবিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সকল সম্ভাবনাকে কাজে লাগানোরও পরামর্শ দেন। 

এসময় নবনিযুক্ত রাষ্ট্রদূত দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা কামনা করেন। 

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।