December 5, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

সব ধর্মের ন্যায্য হিস্যা অনুযায়ী বরাদ্দ দেয় সরকার: ধর্ম প্রতিমন্ত্রী

সব ধর্মের ন্যায্য হিস্যা অনুযায়ী বরাদ্দ দেয় সরকার: ধর্ম প্রতিমন্ত্রী

সব ধর্মের ন্যায্য হিস্যা অনুযায়ী বরাদ্দ দেয় সরকার: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে অত্যন্ত সচেতন ও সচেষ্ট অবস্থানে রয়েছে সরকার। সব ধর্মের ন্যায্য হিস্যা অনুযায়ী সবার বরাদ্দও তেমনিভাবে দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে বেশি বরাদ্দও দেওয়া হয় অন্য ধর্মাবলম্বীদের।

শুক্রবার সকালে লক্ষ্মীপুর শহরে সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের এমপি শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ আসনের এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুরের ডিসি মো. আনোয়ার হোছাইন আকন্দ, এসপি ড. এএইচএম কামরুজ্জামান প্রমুখ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৪ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে লক্ষ্মীপুর পৌর শহরের আদর্শ সামাদ একাডেমির সামনে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ চলছে। এ মসজিদে অত্যাধুনিক নানা সুযোগ সুবিধা থাকবে। যেখানে একসঙ্গে ১৩০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এছাড়া নারী ও প্রতিবন্ধীদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা থাকবে।