January 21, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

স্থগিত থাকা ১৬১ ইউপি নির্বাচনকে ঘিরে যানবাহন-নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা ইসি'র

স্থগিত থাকা ১৬১ ইউপি নির্বাচনকে ঘিরে যানবাহন-নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা ইসি'র

স্থগিত ১৬১ ইউনিয়ন পরিষদ ও ৯ পৌরসভার নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে স্থগিত ১৬১ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯ পৌরসভার নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
তিনি বলেন, প্রথম ধাপে ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়েছিল। এর মধ্যে ১৬১ ইউপিতে আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাঁচটি ইউপির চেয়ারম্যান প্রার্থী মারা গেছেন। এছাড়া কক্সবাজারের একটি ইউপিতে আপাতত ভোট বন্ধ রাখার জন্য আমাদের কাছে অনুরোধ এসেছে। এজন্য ১৬১টি ইউপিতে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
একই দিন স্থগিত থাকা ৯টি পৌরসভায়ও ভোটগ্রহণ করা হবে বলে জানান ইসি সচিব।