July 26, 2021

Jagobahe24.com news portal

Real time news update

হজ যাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের বাধ্যতামূলক নির্দেশনা

হজ যাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের বাধ্যতামূলক নির্দেশনা

হজ যাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের বাধ্যতামূলক নির্দেশনা

চলতি বছর নিবন্ধিত হজ গমনেচ্ছুদের এ মাসে করোনার টিকার প্রথম ডোজ এবং মে মাসের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর ধর্ম মন্ত্রণালয় চিঠি দিয়েছে।

এ বছর হজে যাওয়ার ক্ষেত্রে সৌদি সরকার করোনার টিকা গ্রহণ বাধ্যতামূলক করায় নিবন্ধিত ৬০ হাজার ৭০৬ জন হজ যাত্রীকে করোনার টিকা নেয়ার এ আহ্বান জানানো হয়েছে। 

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আনোয়ার হোসাইন স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়েছে, নিবন্ধিত হজ যাত্রীদের টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, জন্মতারিখ, মাতা ও পিতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, বর্তমান ও স্থায়ী ঠিকানা, লিঙ্গ, মোবাইল নম্বর, হজ লাইসেন্স নম্বর ও হজ এজেন্সির নাম উল্লেখ করতে হবে।