May 14, 2021

Jagobahe24.com news portal

Real time news update

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমলো, বেড়েছে শনাক্ত

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমলো, বেড়েছে শনাক্ত

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৮৮

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮। শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬২৯ জন।
শুক্রবার বার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন ৮৮ জনের মৃত্যু নিয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৬৯ জন। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৮৯৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ৩ হাজার ৮টি।
আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ২২৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৫৬ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৭ শতাংশ। আর নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ৮৮ জনের মধ্যে পুরুষ ৬২ জন। আর নারী ২৬ জন।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।