খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও জয়িতাদের মাঝে সংবর্ধনা প্রদান করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। তিনি তার বক্তব্য বলেন বর্তমান শেখ হাসিনা সরকার নারীদের স্বাবলম্বী করার জন্য ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শেদ, উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার আফরোজ সুলতানা লুনা, ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের আবৃত্তি শিক্ষক মোঃ আবু সাঈদ সরকার।
Real time news update
More Stories
ঝিনাইদহে উইমেন্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত ॥
একজন স্বপ্না রানীর ঘুরে দাঁড়ানোর গল্প