April 20, 2021

Jagobahe24.com news portal

Real time news update

আবারো কনসার্ট মাতাতে আসছেন জেমস

আবারো কনসার্ট মাতাতে আসছেন জেমস

আবারো কনসার্ট মাতাতে আসছেন জেমস

জেমস। গানের জগতে তিনি ‘গুরু নামেই পরিচিত। অনেকদিন ধরেই নেই কোন স্টেজ শো-তে। তার উপস্থিতির জন্য আকুল হয়ে আছে ভক্তদের মন। আবারো কবে বিশাল খোলা মাঠ মাততে আসবেন ‘গুরু’?

অপেক্ষার পালা শেষ। শুক্রবার (১২ মার্চ) রাজধানীর মিরপুরে ১৪ নম্বর পিএসসি কনভেনশন হলে ‘ক্লাসরুম’ এসএসসি-২০০১ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্ট মাতাবেন জেমস। 

কনসার্টে ফেরা নিয়ে জেমস বলেন, করোনার জন্য দীর্ঘদিন কনসার্ট বন্ধ ছিল। নিজেও চাইনি বৈশ্বিক এই পরিস্থিতিতে কোনো আয়োজনে অংশ নিতে। এখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় কনসার্টে অংশ নিচ্ছি।

‘ক্লাসরুম’ এসএসসি-২০০১ ব্যাচের ২০ বছর পূর্তির আয়োজকরা বলেন, আমাদের সবার প্রিয় নগরবাউল জেমস। আমরা যার গান শুনে উন্মাতাল হয়ে যেতাম। সেই গুরু আসছেন গানে গানে মাতাতে। আসলে, সব বন্ধুকে একত্রিত করতেই আমরা মিলিত হচ্ছি এক ছাদের নিচে। বন্ধুদের নিয়ে মাতামাতি আর হারিয়ে যেতে চাই সোনালি অতীতে।

এদিন নগরবাউল জেমসের পাশাপাশি স্টেজ মাতাবেন ডি জে রাহাত। আয়োজকদের মধ্যে রয়েছেন- ফাহিমুজ্জামান ফাহিম, মাসুদ রানা, সিরাজুল আজাদ, নিশাত, দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট মাশরাতসহ অনেকেই।