April 11, 2021

Jagobahe24.com news portal

Real time news update

এই শীতেও শর্ট ড্রেসে ঋদ্ধিমা

এই শীতেও শর্ট ড্রেসে ঋদ্ধিমা

এই শীতেও শর্ট ড্রেসে ঋদ্ধিমা

চাইলে তিনিও পুরুষকে কাঁচপোকার মতো টেনে আনতে পারেন। চাইলে, তিনিও হয়ে উঠতে পারেন ‘মোহিনী’।

এই প্রথম সোশ্যাল মিডিয়ায় এত ‘সাহসী’ হয়ে আসলেন ঋদ্ধিমা ঘোষ। উন্মুক্ত বক্ষ-ভাঁজ, ঊরু। সাদা শিফনের স্লিভলেস ড্রেসে স্পষ্ট তার অন্তর্বাস। খোলা চুল, ন্যুড মেকআপ তাকে যেন আরও ‘মোহনীয়’ করে তুলেছে।

পিঠ বেয়ে পিছলে নামছে শরীরী তাপ। সামাজিক পাতাতেও তার ঝাঁঝ স্পষ্ট। কোনও নেটাগরিক রীতিমতো কামনা করেছেন তাকে, ‘ইস যদি জড়িয়ে ধরতে পারতাম’। অনেকের চোখে সেরা রূপসী তিনিই। কেউ কেউ চমকেও গিয়েছেন সাহসী ঋদ্ধিমাকে দেখে, ‘বাবা! এ কী?’

ঋদ্ধিমা হঠাৎই আরও সাহসী। বসতে গিয়েই কি অল্প সরে গিয়েছে ফ্রিল দেওয়া শর্ট ড্রেস? পুষ্ট ঊরু প্রকাশ্যে আসার পরেও কী ভীষণ নিষ্পাপ সুন্দরী তিনি! কিছু জন এই ছবিতে ঋদ্ধিমার মধ্যে খুঁজে পেয়েছেন ‘বার্বি ডল’কে।

২০১৭-র ২৮ নভেম্বর ঋদ্ধিমার বিয়ে হয় গৌরব চক্রবর্তীর সঙ্গে। এ বছর তাদের বিয়ের তিন বছর। যদিও অভিনেতা দম্পতি সম্পর্ক এবং বিয়ে মিলিয়ে মোট ১০ বছর এক সঙ্গে কাটিয়ে দেওয়ার কথা উল্লেখ করেছেন সোশ্যালে। তৃতীয় মধুচন্দ্রিমা সেরে সম্প্রতি ফিরেছেন নৈনিতাল থেকে।