January 19, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বারী সিদ্দিকী সম্মাননা-২০২০ পেলেন গীতিকার দেওয়ান হাবিব চৌধুরী

বারী সিদ্দিকী সম্মাননা-২০২০ পেলেন গীতিকার দেওয়ান হাবিব চৌধুরী

বারী সিদ্দিকী সম্মাননা-২০২০ পেলেন গীতিকার দেওয়ান হাবিব চৌধুরী

বিনোদন ডেস্কঃ গীতিকার হিসেবে ‘‘বারী সিদ্দিকী সম্মাননা-২০২০’’ পেলেন কবি,লেখক, গীতিকার দেওয়ান হাবিব চৌধুরী । গত ২৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে প্রয়াত কণ্ঠশিল্পী বারী সিদ্দিকী স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়। বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের পক্ষ থেকে প্রয়াত কণ্ঠশিল্পী বারী সিদ্দিকীর জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলচ্চিত্র অভিনেতা ডি.এ তায়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফিরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হায়দার খান। লন্ডন প্রবাসী গীতিকার দেওয়ান হাবিব চৌধুরী অসংখ্য গুনি শিল্পী এবং তরুনদের নিয়ে গান রচনা করছেন বর্তমানে। তিনি ফোক সমাজ্ঞী মমতাজ, ব্লাক ডাইমন্ড খ্যাত বেবী নাজনীন, তরুন তামান্না হক, মুনিয়া মুনসহ অনেক শিল্পীর জন্য গান লিখে যাচ্ছেন। এই গুনি গীতিকারের, বারী সিদ্দিকী সম্মাননা পুরুস্কারে অভিনন্দন ও শুভেচ্ছা জানান খ্যতনামা শিল্পীরা।