December 8, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

শাকিবের বিপরীতে আবারো বুবলি

শাকিবের বিপরীতে আবারো বুবলি

শাকিবের বিপরীতে আবারো বুবলি

শাকিব খানের বিপরীতে নতুন আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলি। সবকিছু ঠিক থাকলে এটি হবে এ জুটির ১১তম সিনেমা। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনা সিনেমাটি নির্মাণ করবেন তপু খান। সিনেমার নাম ‘লিডার: আমিই বাংলাদেশ’। 

শাকিব খানের বিপরীতে বুবলির নতুন সিনেমা খবর ছড়িয়ে পড়ায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে। নেট দুনিয়ার বিভিন্ন গ্রুপে চলছে বুবলিকে নিয়ে আলোচনা। বিষয়টি মেনে নিতে পারছেন না অনেক শাকিবিয়ান।

এদিকে প্রথমবারের মত সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নাট্যনির্মাতা তপু খান। আগামীকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তেঁজগাও এর আরটিভি স্টুডিওতে শাকিব খান, বুবলির সঙ্গে ছবিটির সাইনিং আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

পরিচালক বলেন, স্বপ্ন ছিল শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর। সেই স্বপ্ন পূরণ করতে এগিয়ে এসেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। সঙ্গে বুবলিকে পেয়েছি। মন থেকে ভালো সিনেমা বানাতে চাই।

শাকিব খান জানান, বেঙ্গল মাল্টিমিডিয়া এমন চমৎকারভাবে সিনেমাটি প্রযোজনা করতে যাচ্ছে এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। এ সিনেমাটি হবে একদম সময়োপযোগী ও একেবারে নতুন কনসেপ্টে।

জানা গেছে, আগামী ২০ মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হবে।