January 18, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পশ্চিমবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, অর্ধশতাধিক নিহতের আশঙ্কা

পশ্চিমবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, অর্ধশতাধিক নিহতের আশঙ্কা

পশ্চিমবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, অর্ধশতাধিক নিহতের আশঙ্কা

ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। পাটনা থেকে গুয়াহাটিগামী ওই ট্রেনটি পশ্চিমবঙ্গের ময়নাগুড়িতে লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টায় ঘটা এই দুর্ঘটনায় অন্তত ৫০ জন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। দুর্ঘটনায় ট্রেনটির কয়েকটি কামরা লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে পাশে আছড়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় একটি উদ্ধারকারী দল। জানা গেছে, ট্রেনটির ৪-৫টি বগি দুমড়ে মুচড়ে গিয়েছে। ফলে হতাহতের সংখ্যা ধারনার থেকেও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার সময় ওই ট্রেনটি ৪০ কিলোমিটার বেগে ছুটছিল।ঘটনাস্থল পরিদর্শন করছেন রেলের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, এখন শুধুমাত্র উদ্ধারকার্যকেই প্রাধান্য দেয়া হচ্ছে।