June 15, 2021

Jagobahe24.com news portal

Real time news update

সৌদিতে ঈদ বৃহস্পতিবার

সৌদিতে ঈদ বৃহস্পতিবার

সৌদিতে ঈদ বৃহস্পতিবার

শাওয়াল মাসের চাঁদ না দেখায় আগামী বৃহস্পতিবার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এর আগে সোমবার সৌদি আরব কাউন্সিলের সিনিয়র স্কলার ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন আল ম্যানিয়া জানান, বৃহস্পতিবার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে।

আল ম্যানিয়া বলেন, রমজান ১৩ এপ্রিল শুরু হয়েছে, এটি চলবে বুধবার ১২ মে পর্যন্ত। রোজা হবে ৩০টি। এর কারণ মঙ্গলবার ৯টা ৫৯ মিনিটে শাওয়াল (চাঁদের) জন্মরাত এবং মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে সূর্য অস্ত যায়, এর ১৩ মিনিট আগে ৬টা ৩৮ মিনিটে চাঁদ ডুবে যায়। এই কারণে মঙ্গলবার চাঁদ দেখা অসম্ভব।