July 26, 2021

Jagobahe24.com news portal

Real time news update

অবৈধ মাটি উত্তোলন বন্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ।

অবৈধ মাটি উত্তোলন বন্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ।

অবৈধ মাটি উত্তোলন বন্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ

অবৈধ মাটি উত্তোলন বন্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ। 
 “অবৈধ মাটি উত্তোলনে ক্ষতিগ্রস্ত কৃষকবৃন্দ”,৩১ নং ওয়ার্ড,নাজিরদিগর,রংপুর সিটি কর্পোরেশন এর উদ্যোগে গতকাল ১৩ ডিসেম্বর ২০২০,রবিবার ভূমিদস্যু শাহীনের অবৈধভাবে আবা দী জমির মাটি,বালু উত্তোলন স্হায়ীভাবে বন্ধ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল,সমাবেশ অনুষ্ঠিত হয়।রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু,বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন রংপুর জেলার সাধারণ সম্পাদক আহসানুল আরেফিন তিতু,ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রউফ,জয়নাল,মো:দুলাল মিয়া প্রমূখ।সভাপতিত্ব করেন ক্ষতিগ্রস্ত কৃষক মো: সাগর মিয়া।নেতৃবৃন্দ বলেন,এক ভূমিদস্যুর মুনাফার বলি হচ্ছে শত শত কৃষক।নষ্ট হচ্ছে শত শত বিঘা আবাদী জমি।তাই আমরা অবিলম্বে মাটি উত্তোলন বন্ধ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানাই।মিছিল,সমাবেশ শেষে জেলা প্রশাসক এবং মেট্রো কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করা হয়।