December 4, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

কিশোরগঞ্জে বাংলাদেশ তাঁতী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জে বাংলাদেশ তাঁতী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জে বাংলাদেশ তাঁতী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ তাঁতী লীগের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্টি অফিসে এসে শেষ হয়।
গত ১ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ তাঁতী লীগের নীলফামারী জেলা শাখার সভাপতি দেওয়ান সেলিম আহম্মেদকে নিয়ে (নাজমুল নীল) আইডি থেকে কটুক্তি ও মিথ্যা কথা অপ্রচার করার কারণে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করেন কিশোরগঞ্জ উপজেলা শাখার বাংলাদেশ তাঁতী লীগের সভাপতি শেখ সাদি রহমান। বিভিন্ন ইউনিয়নের কর্মীদের নিয়ে এ বিক্ষোভ মিছিলটি করেন। 
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতী লীগের উপজেলা শাখার সহঃ সভাপতি শোভন ভট্টাচার্য, সদর ইউনিয়ন শাখার সভাপতি আঃ আজিম, বড়ভিটা ইউনিয়ন শাখার সভাপতি নুরন্নবী হোসেন শিবলু, ব্রজেন অধিকারী প্রমুখ।