আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বগুড়ার গাবতলী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন বুধবার নশিপুরের বাগবাড়ী জিয়াবাড়ী চত্তরে অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের রাজশাহী বিভাগীয় সহ সভাপতি নুসরাত এলাহী রিজভী। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরকার মুকুলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদল নেতা সিহাব শাহারিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল হক, কনক, রাকিব হাসান হিরু ও সুজা উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আরিফুর রহমান মজনু, রুহুল হাসান রুহিন, নজরুল ইসলাম বজলু, রুবেল মাহমুদ, মহব্বত আলী, লুৎফর রহমান, চঞ্চল কুমার, জাহাঙ্গীর আলম পোটল, সোহাগ, সাগর, বেলাল, হাকিম, মামুন, রুবেল, স্বেচ্ছাসেবকদল নেতা নাইস, আরাফাত, বিলাস, আপেল, সানোয়ার, আলমগীর, রোমান, সৌরভ, হারুন, নুরুল্লাহ, উজ্জল, স¤্রাট, আতিক, সোহেল, মোকছেদ, আনোয়ার, আপেল মাহমুদ, কুদ্দুস, লিটন, শহিদুল, রনি, সঞ্জু, মমিন, বাদল, কিবরিয়া, আব্দুল্লাহ, সনি, দৌলত, লেমন, নিপুল, ছাত্রদল নেতা মোতাছিন বিল্লা মুন, এমআর হাসান পলাশ, বিপ্লব, রাঙ্গা, আল আমিন, সীমান্ত, রঞ্জু, তাসকিন, মোস্তা, তৌকির, হাসান, মিল্টন, নাছির, তৌহিদুল, বাবু’সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পযায়ের নেতৃবৃন্দ।
Real time news update
More Stories
শুভ জন্মদিন মুজাহিদুল ইসলাম সেলিম
বাসায় ফিরলেন খালেদা জিয়া
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা’য় গাবতলীতে ছাত্রদলের উদ্যোগে দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরন