April 13, 2021

Jagobahe24.com news portal

Real time news update

জেলখানায় লেখক মুশতাক হত্যার প্রতিবাদে রংপুরে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

জেলখানায় লেখক মুশতাক হত্যার প্রতিবাদে রংপুরে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

জেলখানায় লেখক মুশতাক হত্যার প্রতিবাদে রংপুরে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি॥
জেলখানায় লেখক মুশতাক হত্যা ও ঢাকায় প্রগতিশীল ছাত্রজোটের মশাল মিছিলে পুলিশি হামলা- ছাত্রনেতা গ্রেফতার এবং মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে রংপুর নগরীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের আয়োজনে নগরীর প্রেসক্লাব এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সভাপতি আবু সালেহ মো সিহাবের সভাপতিত্বে ও জেলা সহ-সাধারণ সম্পাদক আবির ইয়ামানের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলার সংসদের সহ- সভাপতি মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক নিরব সরকার, শিক্ষা গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক নাহিদ হাসান, জেলার নেতা হৃদয় বাবু, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রংপুর মহানগরের সমাজতান্ত্রিক ছাত্রফন্ট নেতা প্রলাদ রায় প্রমুখ।