আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করার প্রতিবাদ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গতকাল মঙ্গলবার বগুড়ার গাবতলী থানা ও পৌর ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয় সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অংশ নেন ছাত্রদল নেতা মোতাছিন বিল্লা মুন, এমআর হাসান পলাশ, আব্দুল গনি, মাহমুদুল হাসান মোহন, বিপ্লব মিয়া, মিঠু, ওহাব, সাখাওয়াত, সাখিল, আল আমিন, রাঙ্গা, লুকু, রবিউল, তাসকিন, জাকিরুল, মিল্টন, মোস্তা, বাবু, তৌকির, আয়নাল, মাছুম, শুভ, রাশেদুল, রঞ্জু, মোস্তাফিজ, শ্যামল, শাহআলম, আশিক, জাহিদ, রিওন, সাদ্দাম, রিপন, সোহান, মাসুদ, মেহেদী, সবুজ, লতিফ, মতি, সোহান, আল আমিন, রিফাত, রকি, আকাশ, হাসান ও শামীম’সহ থানা-পৌর ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের নেতৃবৃন্দ প্রমূখ।
Real time news update
More Stories
হরিণাকুন্ডু উপজেলা আ’লীগের আরো ৩ নেতা বহিস্কার
গাবতলীর উজগ্রামে কোকো’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভা ও দোয়া
ঝিনাইদহের হাটগোপালপুরে আ’লীগের জনসভায় এমপি সমি সিদ্দিকী