আল আমিন মন্ডল (বগুড়া প্রতিনিধি)ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে সুস্থতা-দীর্ঘায়ু কামনা করে গাবতলী থানা ও পৌর যুবদলের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ’আছর জয়ভোগা দাখিল মাদ্রাসা জামে মসজিদে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে অংশ নেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক আশরাফ হোসেন, সদস্য আতিকুর রহমান আতিক, ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, যুবদল নেতা আরিফুর রহমান মজনু, রুহুল হাসান রুহিন, আব্দুল লতিফ, বুলবুল আহম্মেদ, তরিকুল ইসলাম, মতিয়ার রহমান মতি, ময়নুল ইসলাম সেন্টু, মোস্তাফিজার রহমান মোস্তা, সোহাগ, বাবু, খোরশেদ, বক্কর, নাহারুল, সোহানুর, বেলাল, স¤্রাট, শাহআলম, মিল্লাত, চাঁন, লিটন, মানিক, মাসুদ, সোহাগ, কাদের, আল আমিন, নুর আলম, উজ্জল, সোহেল খান, শহিদুল, হাসানুর, পোটল, গেদা, মমিন, আসাদুল, টিটু, বিষু, শফিক, শাহীন, আরাফাত, সুমন, বাশার, স্বপন, মিষ্টার, তাজুল, রনি, সোহেল, সুমন, ওমর, দৌলত, শিলু, রাজু, বাদল, আরমান, ইউনুছ, হামিদ, সনছু, রাশেদুল, মিলন, ছাত্রদল নেতা এমআর হাসান পলাশ, তৌকির, সাখাওয়াত, রবিউল ও ফাইম’সহ স্থানীয় মুসল্লীগন প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ ছামছু উদ্দিন। এ সময় বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Real time news update
More Stories
দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি হিজবুলকে অব্যাহতি
বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক ড্যাবের মহাসচিব ডাঃ এ,জেড,এম জাহিদ হাসানের সুস্থতা কামনায় ফুলবাড়ী দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
যুব-স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে গাবতলীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল