পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে আওয়ামীলীগের প্রয়াত নেতা কর্মীদের স্মরনে স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ১২ই ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের লালদিঘী মেলায় ওই অনুষ্ঠান হয়। কাবিলপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি-আলহাজ্ব রফিকুল ইসলাম বকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক- শফিউর রহমান মন্ডল মিলন, কাবিলপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি- রবিউল ইসলাম রবি, শ্রম বিষয়ক সম্পাদক- সরওয়ার জাহান, সদস্য- আলহাজ্ব শরিফ নেওয়াজ, কাবিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক-সাইফুল ইসলাম লাজুু, ওয়ার্ড আ’লীগের সভাপতি-শফিউল ইসলাম শাহীন, সদস্য হাফিজার রহমান প্রমুখ। প্রয়াত নেতা কর্মীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রয়াত নেতা কর্মীদের পরিবারের সদস্যগন অংশ গ্রহন করে। তারা এ অনুষ্ঠানের আয়োজন করায় কাবিলপুর ইউনিয়ন আওয়ামীগকে ধন্যবাদ জানায়। উল্লেখ, উপজেলার কাবিলপুর ইউনিয়ন-আওয়ামীলীগের প্রয়াত নেতা আলহাজ্ব ইউসুব উদ্দিন সরকার, আলহাজ্ব আব্বাস আলী মন্ডল, গোলাম রব্বানী লিটন, আব্দুল কাদের , আব্দুল হামিদ মিয়া, নুরুল ইসলাম সরকার, আব্দুর রহমান, আবুল হোসেন, রাজা মিয়া, হাফিজার রহমান মন্ডল, আকবার আলী, মুকিাতযোদ্ধা মোজাহারুল হক হান্নান, মোকসেদ আলী মাস্টার । বর্নিত প্রয়াত ব্যক্তিবর্গ ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করে কাবিলপুর ইউনিয়ন আওয়ামীলীগকে সুসংগঠিত করতে অসামান্য অবদান রেখে গেছেন। তাদের স্মরনে ওই স্মরন সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কাবলিপুর ইউনিয়ন আওয়ামীলীগ।
Real time news update
More Stories
দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে রংপুর জেলা ছাত্রদলের সভাপতি হিজবুলকে অব্যাহতি
বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক ড্যাবের মহাসচিব ডাঃ এ,জেড,এম জাহিদ হাসানের সুস্থতা কামনায় ফুলবাড়ী দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
যুব-স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে গাবতলীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল