November 29, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

Exif_JPEG_420

পীরগঞ্জে মহিলালীগের মৌলবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রত‌িন‌িধিঃ রংপু‌রের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধীতা করায় উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ২ডিসেম্বর  বুধবার দুপু‌রে দলীয় কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তরা বিএনপি জামায়াতের মদদপুষ্ট উগ্রমৌলবাদী ও ধর্মান্ধগোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রা‌ন্তি ছড়ানো এবং ভাষ্কর্য্য নির্মাণের বিরুদ্ধে ফতোয়াবাজ মৌলবাদী মামুনুল হকসহ হেফাজতে ইসলামের সকল নেতাকর্মী‌কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজা আফরোজের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সভাপতি আলহাজ্ব জোহরা বেগম, সহ-সভাপতি রেহেনা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রিনা, পৌরমহিলা কাউ‌ন্সিলর আঞ্জুয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক রুপালী বেগম প্রমুখ। এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন- উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক মিয়া ও সাধারণ সম্পাদক মামনুর রশিদ মেরাজুল।