ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাকক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, বৃক্ষরোপণ ও কেক কেটে পালিত হয়।
গতকাল ৩রা জানুয়ারি সন্ধ্যা ৬টায় দিনাজপুরের ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাকক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, বৃক্ষরোপণ ও কেক কেটে পালিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহাদত আলী সাহাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৯০এর সাবেক ছাত্রদলের সভাপতি মর্তুজা হক অস্টিন, পৌর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম জুয়েল, পৌর যুব দলের সদস্য সচিব মানিক মন্ডল, পৌর যুব দলের যুগ্ন সাধারণ সম্পাদক এসএম শাহেদ ইসলাম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ মাসুম পারভেজ, পার্বতীপুর যুব দলের প্রচার সম্পাদক কামরুজ্জামান কামু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিয়াবুর রহমান, সঞ্চালনায় ছিলেন মুনাস ও কাশেম পাপ্পু। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আনোয়ারুল হক, মিলন, হাসানুর কাঞ্চা, মুন্না, মোরশেদ, সৌরভ, জুয়েল, সাগর, হিমেল, আলামিন, সৈকত, বাঁধন, পিয়ারুল, সাদমান সহ সংগঠনের সকল নেতাকর্মী। এ সময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Real time news update
More Stories
রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির তালিকা প্রকাশ, তৃণমূলে ক্ষোভ
শুভ জন্মদিন মুজাহিদুল ইসলাম সেলিম
বাসায় ফিরলেন খালেদা জিয়া