বোচাগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ ছাত্র লীগ এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ছাত্র লীগ।সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এর পর পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ৪ জানুয়ারী সোমবার সকাল ১০ টায় সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ছাত্র লীগের ৭৩ তম প্রতিষ্টা বার্ষিকী, পুনর্মিলনী ও আলোচনা সভা বোচাগঞ্জ উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বিপুলের সভাপতিত্বে ও সধারণ সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম ইশানের সঞ্চালনায় আলোচনা সভা আনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী। এসময় সেতাবগঞ্জ পৌর সভার মেয়র আব্দুস সবুর, পৌর ছাত্র লীগের আহবায়ক বিধান চক্রবর্তি শুভ, যুগ্ন আহবায়ক মোঃ রুবেল, সেতাবগঞ্জ সরকারি কলেজ শাখা সহ ৬টি ইউনিয়নের ছাত্র লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ছাত্র লীগের আলোচনা সভায় উপজেলার সাবেক ছাত্র নেতা, আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, মহিলা যুব লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাবেক ছাত্র লীগে নেতৃবৃন্দ ও বর্তমান ছাত্র লীগে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাত্র লীগে নেতৃবৃন্দ দুটি কেক কাটেন।
Real time news update
More Stories
গাবতলী রামেশ্বরপুরে ক্ষতিগ্রস্থ ছাত্রদল নেতা রাশেদ’কে নগদ অর্থ প্রদান
রংপুরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
শহীদ জিয়ার ৮৫তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে বাগবাড়ীর জিয়াবাড়ীতে বিএনপি’র শীতবস্ত্র বিতরণ