September 22, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

রংপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মহানগর ছাত্রদলের সভাপতি সুমন

রংপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মহানগর ছাত্রদলের সভাপতি সুমন

রংপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মহানগর ছাত্রদলের সভাপতি সুমন

রংপুর প্রতিনিধি॥
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর মহানগর শাখার সভাপতি নুর হাসান সুমন দলীয় নেতাকর্মীসহ রংপুরের সর্বস্থরের শ্রেনী পেশার মানুষকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এসময় তিনি করোনাকালীন সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে।“ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয় এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে।

এসময় মহানগর ছাত্রদল সভাপতি সুমন বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।