December 8, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

রংপুরে কমিউনিস্ট পার্টির সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ

রংপুরে কমিউনিস্ট পার্টির সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ

রংপুরে কমিউনিস্ট পার্টির সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ

রাতুজ্জামান রাতুল: সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধসহ বিভিন্ন দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ১২ ডিসেম্বর ২০২০ সকাল ১১ ঘটিকায় কমিউনিস্ট পার্টির জেলা কার্যালয় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি রংপুর মহানগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আফজালুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির  কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদাত হোসেন, কমিউনিস্ট পার্টি কাউনিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন, কমিউনিস্ট পার্টি রংপুর মহানগর সভাপতি মাহবুবা আরা বেগম লীনা, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী রংপুর জেলার সাধারণ সম্পাদক কাফি সরকার, প্রজন্ম ‘৭১ রংপুর বিভাগীয় সমন্বয়ক দেবদাস ঘোষ দেবু প্রমূখ। সমাবেশে বক্তারা সম্প্রতি সময়ে, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য কে কেন্দ্র করে, মৌলবাদী গোষ্ঠীর বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলায় আহ্বান জানান। সেইসাথে বক্তরা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধসহ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সাংস্কৃতিক,রাজনৈতিক , সামাজিক ও আইনানুগ পদক্ষেপ গ্রহনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। তারা বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক শক্তিকে তোষামোদকারী সরকারী নীতিরও সমালোচনা করেন।