আহসানুল আরেফিন তিতু, রংপুরঃ বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহার,খাজনা-খারিজে হয়রানি বন্ধ ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবিতে গতকাল ১১ জানুয়ারি ২০২১,সোমবার সকাল ১১:৩০টায় বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল,সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়।রংপুর প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে কাচারীবাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।সংগঠনের জেলা আহবায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আহসানুল আরেফিন তিতু,সংগঠক আব্দুস সামাদ,এমদাদুল হক বাবু,বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলার আহ্বায়ক শাহিদুল ইসলাম সুমন প্রমূখ।নেতৃবৃন্দ বলেন ভূমি অফিস, এসিল্যান্ড অফিসহ ভূমি সংক্রান্ত সকল অফিস দুর্নীতির আখড়া।ঘুস ছাড়া এসব অফিসে কোন কাজ হয়না।সামান্য অজুহাতে কৃষকদেরকে মাসের পর মাস ঘুরানো হয়। ২৫ বিঘা পর্যন্ত খাজনা মওকুফ থাকলেও বূমি অফিস তা মানে না।সিটি কর্পোরেশন হওয়ার পর কৃষি জমিরও বর্ধিত খাজনা দিতে সাধারণ মানুষকে বাধ্য করা হচ্ছে।অবিলম্বে এসকল অনিয়ম, দুর্নীতি, হয়রানি বন্ধ করতে হবে।সমাবেশে শেষে এসকল সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।
Real time news update
More Stories
গাবতলী রামেশ্বরপুরে ক্ষতিগ্রস্থ ছাত্রদল নেতা রাশেদ’কে নগদ অর্থ প্রদান
রংপুরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
শহীদ জিয়ার ৮৫তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে বাগবাড়ীর জিয়াবাড়ীতে বিএনপি’র শীতবস্ত্র বিতরণ