November 29, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

রংপুরে বাসদের পূজা মন্ডপে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার করার দাবীতে মানব-বন্ধন

রংপুরে বাসদের পূজা মন্ডপে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার করার দাবীতে মানব-বন্ধন

রংপুরে বাসদের পূজা মন্ডপে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার করার দাবীতে মানব-বন্ধন

রংপুর , মমিনুল ইসলামঃ গতকাল কুমিল্লা, কুড়িগ্রাম উলিপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী পূজামন্ডপে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ রংপুর জেলার উদ্যোগে মানববন্ধন- সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৪ অক্টোবর’ ২১ সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন- সমাবেশে সভাপতিত্ব করেন দলের জেলা আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস, বক্তব্য দেন সদস্যসচিব মমিনুল ইসলাম, সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্ট সাধারণ সম্পাদক প্রভাষক অমল সরকার,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি ছাত্রনেতা যুগেশ ত্রিপুরা,ছাত্র ফ্রন্ট মহানগর কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মৌসুমী আক্তার মৌ প্রমুখ।
কমরেড কুদ্দুস বলেন,
অতীতে সকল সাম্প্রদায়িক হামলার বিচার না হওয়া কিংবা বিচারের দীর্ঘসূত্রিতা,দেশে প্রায় সকল সাম্প্রদায়িক হামলায় সরকার দলীয় লোকজনের সম্পৃক্ততা,কোন কোন ক্ষেত্রে পুলিশসহ সংশ্লিষ্ট প্রসাশনের নমনীয় মনোবৃত্তি সাম্প্রদায়িক হামলার পুনরাবৃত্তি ঘটে চলেছে।নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের হামলায় নেতৃত্ব দানকারী অভিযুক্তদের আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রতীকে মনোনয়ন দিচ্ছে।নেতৃবৃন্দ অবিলম্বে কুমিল্লা,উলিপুরে পূজা মন্ডপে সাম্প্রদায়িক হামলাসহ অতীতে ঘটে যাওয়া এহেন সকল ঘটনায় যুক্তদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।