আলমগীর হোসেন সুজনঃ পুঁজিবাদী শোষণ লুন্ঠন, ফ্যাসিবাদী, দুঃশাসন, দুর্নীতি, মূল্যবৃদ্ধি, বিরাষ্ট্রীয়করণ, নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধসহ নানা দাবি নিয়ে গতকাল সকাল সাড়ে ১১টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান রুশ বিপ্লবের ১০৩তম বার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা সদরে লাল পতাকার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সদরের স্মৃতিসৌধ সামনে থেকে কোর্ট চত্বর ও সেনা মৈত্রী মাকেট হয়ে স্থানীয় মিশন মোড়ে সমাবেশে মিলিত হয়। জেলা সংগঠক আলমগীর হোসেন সুজন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা বাসদের আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস, কুড়িগ্রাম জেলা সমন্বয়ক ফুলবর রহমান, প্রভাষক কামরুজ্জামান প্রমুখ। কমরেড কুদ্দুস বলেন, বর্তমান নৈশকালীন ভোটার বিহীন সরকার অতীতের সকল সময়ের দুর্নীতি-অনিয়ম রেকর্ড ভঙ্গ করেছে। লাগামহীনভাবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি চলছে। রাষ্ট্রায়াত্ব পাটকল বন্ধ করে দিয়েছে এখন ১৫টি চিনিকল বন্ধ করে দেয়ার ষড়যন্ত্র চলছে। দেশে সাম্প্রদায়িক উম্মাদনা তৈরী করছে। সম্প্রতি বুড়িমারীতে রংপুরের কৃতিসন্তান জুয়েলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা তারই প্রমাণ। সরকারের নতজানু পরাষ্ট্রনীতির কারণে তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর পানি ন্যায্য হিস্যা পাচ্ছে না। এসবের বিরুদ্ধে সমাজ পরিবর্তনের লক্ষ্যে জোট-মহাজোটের বিপরীতে বাসদের নেতৃত্বে বাম প্রগতিশীল রাজনৈতিক শক্তি গড়ে তুলতে জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।
Real time news update
More Stories
বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক ড্যাবের মহাসচিব ডাঃ এ,জেড,এম জাহিদ হাসানের সুস্থতা কামনায় ফুলবাড়ী দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
যুব-স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে গাবতলীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল
ঝিনাইদহে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল