June 23, 2021

Jagobahe24.com news portal

Real time news update

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে রংপুরে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

Exif_JPEG_420

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে রংপুরে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

রংপুরঃ স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলা, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তুকি দিয়ে সকল শিক্ষার্থীর বেতন ফি মওকুফ, সকল শিক্ষার্থীকে ভ্যাকসিন দিয়ে, স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস খোলার রোডম্যাপ ঘোষণা ও বাজেটে প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয়-কলেজে ১৫℅ ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রংপুর মহানগর এর উদ্যোগে ৮ জুন মঙ্গলবার সকাল ১১ টায় শহরের প্রেসক্লাব চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সংগঠনের নগর কমিটির আহবায়ক সাজু বাসফোর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট নগর কমিটির সদস্য রাজু বাসফোর, জয় বাসফোর, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু প্রমূখ। বক্তাগণ বলেন,বৈশ্বিক করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণে পিছিয়ে পড়ছে, তাদের জীবনে বিরুপ প্রভাব পরছে। দেশে এখন স্বাস্থ্যবিধি মেনে সমস্ত অফিস -আদালত, হাট-বাজার, পরিবহন চলছে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কেন চলবে না? বক্তারা আরো বলেন করোনা কালীন সময়ে বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় -কলেজে ১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে বড় বাধা হয়ে দাঁড়াবে। তাই শিক্ষার্থীদের শিক্ষা জীবন রক্ষার্থে কর বৃদ্ধি না করে বরং করোনাকালীন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তুকি দিয়ে সকল শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ, পর্যাপ্ত ফিল্ড হাসপাতাল নির্মাণ, শিক্ষার্থীদের মেসভাড়া বাসাভাড়া মওকুফে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন, করোনাকালে ক্ষতিগ্রস্ত শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা, স্বৈরাচারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবি জানান।