কিছুক্ষণ থেমে গিয়েছিল এপক্ষে ওপক্ষে কথালাপ
প্রসবিনী হেঁটে যাচ্ছে একা –
ঝিলের ওপর দিয়ে টানা রিক্সা যেন
ভূকম্পে টলেনি তার পা
জলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে প্রসবিনী মা
আমরা দেখছিলাম
কত কি বদল হল উন্নততর’র থেকে তম
জিওল মাছের মত
মায়েদের জন্য কত মেধা
সমাধানে নেমে আসে
ভূমিষ্ঠের সংবাদ এলো না
কে কাকে গায়েব করে
যোনি ফুঁড়ে দালাল শহরে
গান বাজে সিগন্যালে
বাইশে শ্রাবণে কবি বহুদিন পালিত ভিনদেশে
এসব সবারই জানা
কবিতাও যেমন সহজে
প্রতিদিন সংবাদে কবিতার প্রয়োজনে
গণ ধর্ষণের পাতা খোঁজে ।
Real time news update
More Stories
একুশে গ্রন্থমেলায় রিজভীর ৭ম বই ‘যে শহরে প্রেম নেই’
২৫ উপজেলায় হচ্ছে সাংস্কৃতিক কমপ্লেক্স
হরিণাকুন্ডুতে মরমি কবি ফকির দুদ্দু শাহের তিরোধান দিবস উপলক্ষে সাধুসঙ্গ ও ভাবসঙ্গীতানুষ্ঠান