January 25, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

ইতালিতে সড়ক দূর্ঘটনায় গোবিন্দগঞ্জের যুবক নিহত

ইতালিতে সড়ক দূর্ঘটনায় গোবিন্দগঞ্জের যুবক নিহত

ইতালিতে সড়ক দূর্ঘটনায় গোবিন্দগঞ্জের যুবক নিহত

গাইবান্ধাঃ  ইতালিতে সড়ক দূর্ঘটনায় বিপ্লব সরকার(৩৭) নামে গোবিন্দগঞ্জের এক যুবক নিহত হয়েছেন।
গতকাল শনিবার (৪-ডিসেম্বর)সন্ধ্যার পর ইতালির ম্যালকোন শহরে এক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান তিনি।মরহুমের স্ত্রী ধান সিঁড়ি মডেল স্কুলের শিক্ষিকা ফ্রিলান্সার হিরা হেমরেনের সাথে কথা হলে তিনি জানান, বিপ্লবের সহকর্মীরা ইতালি হতে আজ রবিবার দুপুর পর তাদেরকে মুঠোফোনে এতথ্য জানিয়েছেন। 
জানা গেছে,বিপ্লব সরকার গত নয় বছর ধরে ইতালির ম্যালকোন শহরের এক প্রাইভেট কম্পানিতে যব করতেন।বিপ্লব সরকার গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের ঘোষপাড়া মহল্লার বয়েজ উদ্দীনের পুত্র। 
মরহুম বিপ্লব সরকার স্ত্রী,এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন।