ঝিনাইদহ-
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ম্যাক্সি সুপার মার্কেটের সামনে ট্রাক চাপায় হাসিব নামে এক স্কুল ছ্ত্রা নিহত হয়েছে। শনিবার রাত ৮ সময় এঘটনা ঘটে। নিহতের বাড়ি বড় শিমলা গ্রামে। বিএসটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হাসিক ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
Real time news update
More Stories
কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ভূষিমাল ব্যবসায়ী নিহত
মালয়েশিয়ায় ভেকু মেশিনে চাপা পড়ে কালীগঞ্জের জাহাঙ্গীর জোয়ারদারের মৃত্যু
প্রতিদিন প্রায় এক’শ মানুষকে তারা সেহরী করাচ্ছেন একদল যুবক